পিল খেলেও হতে পারে গর্ভধারণ
গর্ভধারণ যাতে না হয় সে কারণে অধিকাংশ মহিলাই কন্ট্রাসেপটিভ পিল বা জন্মনিরোধক বড়ি ব্যবহার করে থাকেন৷ বিভিন্ন কোম্পানি দাবি করেন যে এই ধরনের ওষুধ ৯৯ শতাংশ নারীকে অনিচ্ছাকৃত গর্ভধারণের হাত থেকে বাঁচায়৷ তবে গবেষণায় এই ধরনের পিলের বিভিন্ন ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে৷ দেখা গেছে গর্ভনিরোধ এধরনের ওষুধের ব্যর্থতা নয় শতাংশ৷ আবার কিছুক্ষেত্রে অন্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে কন্ট্রাসেপটিভ পিলের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়৷ গবেষকেরা চারটি কারণ বের করেছেন যাতে কন্ট্রাসেপটিভ পিল কোনো প্রভাব ফেলতে...
Posted Under : Health Tips
Viewed#: 152
আরও দেখুন.

